Calcutta time : একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই আজ অর্থাৎ শুক্রবার সকালে গুরুনানকের জন্মদিনের ভাষণে সবাইকে চমকে দিলেন নরেন্দ্র মোদী, কৃষকদের বিতর্কিত তিন কৃষি আইনকে প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী, কৃষি বিল প্রত্যাহারের ঘোষণার পরই টুইটারের বন্যা রাজনৈতিক নেতা থেকে তারকাদের
এদিন মোদী জাতির উদ্যেশ্যে ভাষণে জানান “তিনি আইনগুলি তৈরি করেছিলেন কৃষকদের সুবিধার জন্য, কৃষি আইন প্রত্যাহার করে মোদীর আক্ষেপ আমাদের উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি”
উল্লেখ্য, কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানায় আবার কেউ কেউ এটির সমালোচনাও করে অভিনেতা কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রাম স্টোরিতে সরকারের সিন্ধান্তে হতাশা প্রকাশ করলেন, ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন “দুঃখজনক লজ্জার এবং অন্যায়, সংসদে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও যদি রাস্তার মানুষ আইন প্রণয়ন শুরু করে তাহলেও এটা একটা জিহাদী জাতি অভিনন্দন সকলকে যারা এটা চেয়েছেন”
কঙ্গনা সরকারের আইন প্রণয়নের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন, প্রায়শই প্রতিবাদী কৃষকদের সমর্থনে বিতর্কের অন্য দিকে থাকা দিলজিৎ দোসাঞ্জের মতো অন্যান্য তারকাদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন এমনকী কৃষকদের সমর্থন করার জন্য তিনি রিহানা সম্পর্কেও টুইট করেছেন