Calcutta time  :  ৩৯ বছরে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই ব্রিটিশ  নাগরিক ক্যাটরিনা কাজ করেন হিন্দি ছবিতে। আজ অর্থাৎ শনিবার তাঁর জন্মদিনে রইলো অভিনেত্রীর সম্পর্কে কিছু না জানা তথ্য।

১৯৮৩ সালের ১৬ জুলাই হংকং-এ জন্ম হয় ক্যাটরিনা কাইফের। এরপর একাধিক দেশে থেকেছেন তিনি এবং অবশেষে লন্ডনে এসে তিন বছরের জন্য থাকেন। টিনএজার থাকাকালীন প্রথম মডেলিংয়ে সুযোগ পান বলি সুন্দরী। এরপর মডেলিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেন।

অতীতে লন্ডনের এক ফ্যাশন শোয়ে ভারতীয় পরিচালক কাইজাদ গুস্তাদের নজরে পড়েন তিনি। ওই পরিচালকই তাঁকে ২০০৩ সালে ‘বুম’ ছবির জন্য বেছে নেন। তবে সেই ছবি বাণিজ্যিক দিক থেকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এরপর ভারতে সাফল্যের সঙ্গে মডেলিং করতে শুরু করেন ক্যাট। তবে হিন্দি ভাষায় সাবলীল না হওয়ার জন্য প্রথম দিকে বলিউডে ছবির কাজ পেতে তাঁর বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। ২০০৪ সালে তেলুগু ছবি ‘মালিশ্বরী’তে কাজ করার পর বলিউডে কিছু সফল রোম্যান্টিক কমেডি ছবিতে কাজ করেন তিনি। ২০০৫ সালের ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া?’ ২০০৭ সালের ‘নমস্তে লন্ডন’ এর মধ্যে অন্যতম। এরপর একাধিক সফল ছবিতে তিনি কাজ করলেও তাঁর অভিনয় ক্ষমতা, একই ধরনের চরিত্র ও পুরুষ-আধিপত্য সম্পন্ন ছবিতে কাজের জন্য সমালোচিতও হন।

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ের এক বিউটি কনটেস্টে বিজয়ী হন অভিনেত্রী। কেরিয়ার শুরু করেন এক গয়নার সংস্থার মডেল হিসেবে। সেই থেকে পেশা হিসেবে মডেলিং শুরু করেন তিনি। প্রায়ই তাঁকে ‘লন্ডন ফ্যাশন উইক’-এ দেখা যেত।

বর্তমানে মিডিয়ার কাছে বেশ জনপ্রিয় ক্যাটরিনা। সবচেয়ে জনপ্রিয় বা আকর্ষণীয় তারকাদের তালিকাদের মধ্যে প্রায়ই ক্যাটরিনাকে এখন দেখা যায়। একাধিক পণ্যের বিজ্ঞাপনেও তাঁকে দেখা যায়। ২০১৯ সালে ক্যাটরিনা নিজের একটি প্রসাধনী সামগ্রীর সংস্থা শুরু করেন। এছাড়া ক্যাটরিনা তাঁর মায়ের ভারতে চলা বিভিন্ন দাতব্য ত্রাণ প্রকল্প যেগুলি গরিব শিশুদের নিয়ে কাজ করে, সেগুলির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ভিকি কৌশলকে বয়ে করেছেন। এবার তিনি তাঁর জন্মদিন স্বামী ভিকির সাথে মালদ্বীপে পালন করছেন। বর্তমানে তাঁর মাসিক ইনকাম বলা যেতে পারে, ভারতীয় টাকায় 20 কোটি টাকারও বেশি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here