Calcutta time : একজন গর্ভবতী মহিলার অনেকরকম শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়। আর মা হওয়ার এই জার্নিতে মাকে থাকতে হবে ফিট, এই পরিস্থিতিতে হবু মায়েরা দিতে পারবে কোভিড ভ্যাকসিন।

বর্তমানে ওমিক্রন-কোভিড সংক্রমনের মাত্রা যে হারে বাড়ছে প্রায় সকলেই আক্রান্ত হচ্ছেন, তবে আলাদা করে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না কাউকে। জ্বর, সর্দি, কাশির লক্ষণ।

কোভিডের পর শরীরে অনেকেরই সমস্যা দেখা দেয়।তবে সবার যে একই রকম সমস্যা দেখা দেবে তার কোনো মানে নেই। খুব বেশি এই সব থাকে ৬ মাস পর্যন্ত, তাই কোভিড থেকে মুক্ত হওয়ার সাথে সাথে  অন্তত ৬ মাস অপেক্ষা করুন। পরামর্শ দিল চিকিৎসকরা।

কারণ কোভিড পুরোপুরি সেরে গেলেও ক্লান্তি, দুর্বলতা, কাশি, জ্বর এসব থেকে যাচ্ছে কিছুদিন ধরে। রিপোর্ট নেগেটিভ আসলেও সমস্যা থাকছে দীর্ঘদিন ধরে, তাই লক্ষণ অল্প থাকলেও সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই জন্যই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে সতর্ক থাকার কথা জানিয়েছেন।

তাই মাতৃত্বের পরিকল্পনা থাকলে অবশ্যই দুটি ডোজ নিন এবং ডাক্তারদের সাথে পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here