Calcutta time : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের স্কুলগুলোর গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু নির্দেশ না মনেই আগামী সোমবার থেকে খুলছে CNI-এর অধিনস্থ বেশ কয়েকটি স্কুল।

আবহাওয়ার পরিবর্তণের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কলকাতার ১৫টি স্কুল খুলে যাচ্ছে। এই তালিকায় রয়েছে স্কটিশ চার্চ, সেন্ট জেমস, ফিউচার ফাউন্ডেশন, লা মার্টিনিয়রের মতো স্কুল। যদিও এখনও পর্যন্ত রাজ্যের তরফে সরকারি স্কুল খোলার বিষয়ে কোনও নির্দেশকা জারি হয়নি।

উল্লেখ্য, অত্যাধিক গরমের কারণে মুখ্যমন্ত্রী ১৫ই জুনের বদলে ২৭শে জুন পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত পড়ুয়াদের কথা ভেবেই। যেহেতু প্রচন্ড গরম তাই আবহাওয়ার কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here