দেশজুড়ে আজ পালন হচ্ছে মাতৃদিবস কিন্তু একদিন তো মাতৃদিবস বললে ভুল হয় মাতৃদিবস তো প্রতিদিনই হয়। বছরের একটা দিন আমাকে বাড়তি আদর যত্নে রাখার সামান্য একটা চেষ্টা মাতৃদিবস জীবনে তার অনন্য অবদান কে সম্মান জানানো এরই নাম মাতৃদিবস
দশমী মে বিশ্ব মাতৃ দিবস যদিও মায়েদের জন্য কোন একটি দিন নির্দিষ্ট করা যায় না প্রতিদিনই মাতৃদিবস তবুও আমাদের জীবনে মায়েদের অনন্য অবদান কে তার শিরিন কে সম্মান জানাতে বছরের এই বিশেষ দিনটি নির্দিষ্ট করা হয়েছে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মাতৃ দিবস
মাতৃ দিবসে ইতিহাস। 1908 সালে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার আনা জার্ভিস নামে এক মহিলা তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে গ্রফটন এর সেন্ট অ্যান্ড্রুজ মেথডিস্ট ছাড়ছে স্মরণসভার আয়োজন করেন তিনি প্রথম 1905 সালে মাতৃ দিবস কে সীকৃত ছুটির দিন করার জন্য লড়াই শুরু করেন তার মা এন্ডড রিভর্স মারা যাবার পর বিশ্বের সব মায়েদের সম্মান জানাতেে এমন একটি দিনের দাবি করেছিলেন আনা কিন্তু লড়াইয়ের শুরুতে তার আবেদন খারিজ করে দিয়েছিল মার্কিন কংগ্রেস।
সময়ের সাথে সাথে সারা বিশ্ব তথা দুনিয়া মাতৃ দিবস পালন করা শুরু করে ব্রিটেনে মাদার্স ডে পালিত হয় মার্চ মাসের চতুর্থ রবিবার সেটি গ্রীষ্মে দোসরা ফেব্রুয়ারি তবে ভারতসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার পালন হয় বিশ্ব মাতৃ দিবস