Calcutta time : মৃত্যুর পরেও কি মানুষের মস্তিষ্ক কাজ করতে থাকে? এবার এক গবেষণায় চমকে ওঠার মতো এক তথ্য পেয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে যে, মানুষের মৃত্যুর পরে প্রায় ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্কের কাজ স্বাভাবিক থাকে। শিরার ভিতরে রক্ত চলাচল ও হৃদযন্ত্রের কাজ বন্ধ হবার পরেও মস্তিষ্কে একটি ডেলটা তরঙ্গ সক্রিয় থাকে।

উল্লেখ্য, কানাডার একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মৃত ঘোষণা করা চারজন রোগীর উপর গবেষণা চালান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক। মৃত্যুর পরেও তাদের মস্তিষ্ক কাজ করেছে এমনটি দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন গবেষকরা।

প্রসঙ্গত, গবেষণার আগে ডাক্তাররা কয়েকটি শারীরিক পরীক্ষা করে রোগীদের মৃত্যু নিশ্চিত করেছেন। এসময় তাদের হৃদস্পন্দন ও চোখের কোনো প্রতিক্রিয়া ছিলো না। একজন মানুষ গভীর ঘুমে থাকলে মস্তিষ্ক যেভাবে কাজ করে, ওইসব রোগীদের মস্তিষ্কও ঠিক সেভাবে কাজ করেছে।

কেন এমনটা হয় জানেন ?

মানুষের চোখের পাতা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর স্নায়ুতন্ত্র মস্তিষ্কে সংকেত পাঠায়, ফলে চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু যখন মানুষ বেঁচে থাকে তখন এই সমস্ত প্রক্রিয়া সাধারণত বেশ ভালভাবেই কাজ করে। এই কারণে, যখন হঠাৎ রোদের দিকে তাকানো হয় তখন চোখ বুজে যায়। আবার যখন ঘুম পায়, তখনও চোখ তা অনুভব করতে পারে। কিন্তু মৃত্যু হলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে চোখের উপর থেকে স্নায়ুর নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। ফলে চোখের পাতা খোলা অবস্থাতেই থাকে।

 

বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমন্ত অবস্থায়ও মানুষ মারা যাওয়ার আগে জেগে ওঠে এবং তারপর তার চোখ খুলে যায়। এমতাবস্থায় মৃত্যুর পরও তার চোখ খোলা থাকবে সেটাই স্বাভাবিক। আরও একটি কারণ হল চোখের সঙ্গে সংযুক্ত পেশী চোখ খোলা ও বন্ধ করার কাজ করে। মৃত্যুর ক্ষেত্রে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলেও, চোখের সেই সব পেশি কাজ করতে থাকে।

তাই বিজ্ঞানীদের মতে, মৃত্যুর পর চোখ ৫ ঘণ্টা কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here