এডিটর  ডেস্ক : কুকুর মানুষের মতোই ওদের আচরণ মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারে। তবে এদের চোখে কালার ভেরিয়েন্ট টা নেই, শুধু কুকুরেরা সমস্ত পশুর black-and-white দেখে চোখে, হঠাৎ যদি আপনাকে কুকুরে কামড়ে দেয়! কি করবেন আপনি ?

এবার প্রশ্ন হল আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে একটা, সেটা হল বাড়িতে পোষা কুকুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় রাস্তার কুকুর কামড়ালে কি করব ? বাড়িতে পোষা কুকুরের যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনাকে anti ravis vaccine ভ্যাকসিন নিতে হবে রাস্তার কুকুর কামড়ালে তো নিতেই হবে। তবে আপনার যদি ইতিমধ্যে দু’বার কুকুরে কামড় খেয়ে দুবার ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাকে পরবর্তীতে যখন কুকুরে কামড়ায় শুধুমাত্র দুটি ইনজেকশন নিলেই হবে।

তবুও আর্জেন্টিনা, বুলডগ, জার্মান শেফার্ড, হুইলার, হাস্কি পারবেন এই সমস্ত কুকুর যদি আপনাকে কামড়ে মাংস তুলে নেয় তাহলে হসপিটালে ভর্তি হতে হবে, প্রাথমিক চিকিৎসা হচ্ছে যে জায়গাটা কুকুর আঁচড়াবে বা কামড়াবে সেই জায়গাটি প্রথমে খাবারের সাবান দিয়ে অর্থাৎ বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করুন তারপর সেখানে ডেটল 79 জাতীয় কোন জিনিস লাগান, ইমিডিয়েট একটি টিটেনাস ইনজেকশন নিয়ে নিন এবং নিকটবর্তী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যান

 

তবে কুকুর এমন একটি প্রজাতি প্রজাতি পৃথিবীর মধ্যে সবথেকে বাফাদার, এরা প্রচন্ড প্রভুভক্ত হয় মানুষের মত চিন্তাভাবনা শক্তি থাকে।  অবলা জীব , সারমেয় দের কেউ মারবেন না পারলে তাদেরকে সাহায্য করুন তাদেরকে অন্তত একটি বিস্কুট হলেও খেতে দিন , তাদের ভালোবাসা দিন তারাও আপনাকে ভালোবাসবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here