Calcutta time : প্রয়াত সংগীত শিল্পী কেকে তথা কৃষ্ণকুমার কুননাথ। ৫৩ বছর বয়সে প্রয়াত হয় তাঁর। কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে প্রয়াত। মঙ্গলবারই নজরুল মঞ্চে তাঁর অনুষ্ঠান ছিল। সেখানে অসুস্থ হয়ে পড়েন। কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে যে, নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। কিন্তু ছবি তুলতে চাননি সংগীত শিল্পী। এরপর অসুস্থ হয়ে পড়েন সংগীত শিল্পী কেকে তথা কৃষ্ণকুমার কুননাথ। এরপর তাঁকে কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
উল্লেখ্য, জন্ম ২৩শে আগাস্ট, ১৯৬৮ ছোটবেলা কাটে নয়াদিল্লিতে। বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে। ১৯৯৭ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্যয়ার্ড পান।