Calcutta time : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য এবার টাটা নিয়ে এলো এক নতুন স্কলারশিপ। আবেদন করলে বার্ষিক ৯ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পাবে ছাত্র-ছাত্রীরা।  ছাত্র-ছাত্রীরা The Tata Capital Pankh এই স্কলারশিপে আবেদনের জন্য বসে থাকেন। এবার অপেক্ষার অবসান। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষা গত যোগ্যতা, নম্বরসহ কত টাকা পাবেন দেখে নিন।

স্কলারশিপের নাম – টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ।

প্রদানকারী  গ্রুপ – টাটা গ্রুপ

টাকার পরিমাণ – এই স্কলারশিপে আবেদন করলে ৯ হাজার টাকা থেকে ৫০ হাজার পর্যন্ত পাওয়া যাবে।

১) যে কোর্সে ভর্তি হয়েছেন  – সর্বনিম্ন স্তর উচ্চ মাধ্যমিক স্তর মাধ্যমিকে ৬০ শতাংশ

২) স্নাতক স্তর – অনার্স, নার্সিং, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা – উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বর

৩) পোস্ট গ্রেজুয়েশন – গ্রেজুয়েশনের ৬০ % নম্বর

৪) পলিটেকনিক  – মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ৬০ % নম্বর

যোগ্যতা – প্রাথীকে ভারতীয় নাগরিক হতে হবে।

আবেদন পদ্ধতি – ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিজের বাড়ির পাশে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারো। আবেদন করার সময় ইমেল আইডি ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে।

ডকুমেন্টস – ১)শেষ পরীক্ষার মার্কশিট

২)মাধ্যমিকের এডমিট কার্ড

৩)ভর্তির রশিদ

৪)স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট

৫)পারিবারিক আয়ের সার্টিফিকেট

৬)ব্যাংকের পাস বই

৭)পাসপোর্ট সাইজ ফটো

৮)কাস্ট সার্টিফিকেট

আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here