Calcutta time : শহর কলকাতায় সফরের মধ্যে বঙ্গ বিজেপির নেতাদের জন্য সময় বের করে নিয়েছিলেন অমিত শাহ। গতকাল অর্থ্যাৎ শুক্রবার রাতেই রাজ্যের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। এদিন বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। অমিত শাহকে এদিন কলকাতা বিমানবন্দর থেকে বিদায় জানানোর পর গতরাতের বৈঠক প্রসঙ্গ মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালের বৈঠকে উপস্থিতদের মধ্যে কেউ একজন নাকি বলেছেন, ‘টাইম হো গয়া’। এমনই দাবি শুভেন্দু অধিকারীর। যদিও কে এই কথা বলেছেন, সেই বিষয়টি খোলসা করেননি নন্দীগ্রামের বিধায়ক।
উল্লেখ্য, এই ‘টাইম হো গয়া’ কথাটির একটি ব্যক্তিগত ব্যাখ্যাও দেন শুভেন্দু অধিকারী। বললেন, “পশ্চিমবঙ্গের বড় বড় ডাকাত, চোর, অত্যাচারীরা, পরিবারবাদ-তোষণবাদের আমদানি করা লোকেরা… তাঁদের বিরুদ্ধে সংবিধান ও আইন মেনে যা যা ব্যবস্থা নেওয়া উচিত, তা করা হবে। কালকের বৈঠকের পর আমরা এই বিষয়ে উৎসাহিত ও আশ্বস্ত।”
যদিও গতরাতের বৈঠকে কে এই কথা বলেছেন, সেই বিষয়টি খোলসা করেননি শুভেন্দু অধিকারী। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠকে এই কথা উঠে এসেছে বলে বিরোধী দলনেতার দাবিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্য়েই গুঞ্জন ছড়িয়েছে। টাইম হো গয়া বিষয়টি কে বলেছেন, তা নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কারও কথা বলিনি, ওটা নিশীথ প্রামাণিকও বলতে পারেন।” প্রসঙ্গত, নিশীথ প্রামাণিক বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। যদিও নিশীথই যে সেই কথা বলেছেন, এমনটাও বলেননি শুভেন্দু।