Calcutta time : ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের এক তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে নেওয়ার সাহস দেখাতে পারছেন না কেন? নাম না করে প্রভাবশালী বলতে উনি কাকে বোঝাতে চাইছেন? হিম্মত থাকলে উনি নাম ধরে বলুন।” শুভেন্দু অধিকারীকে এদিন কিছুটা চ্যালেঞ্জ করেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, “কয়লা দুর্নীতির সঙ্গে একটা বড় চক্র যুক্ত। তাতে রাজনৈতিক প্রভাবশালীরাও যুক্ত আছে। কয়লা কান্ডে ২৪০০ কোটি টাকার যে কেলেঙ্কারির হদিশ মিলেছে, তার মধ্যে ১ হাজার কোটি টাকা গিয়েছে এক রাজনৈতিক প্রভাবশালীর কাছে। যিনি এ রাজ্যের পুলিশ ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন।”
এদিন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দুর দাবির পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতাকে একহাত নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি প্রকাশ্যে বলছি শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ। ওঁনার দম থাকলে কোন প্রভাবশালীর কথা উনি বলছেন, তা প্রকাশ্যে আনুন। শুধুমাত্র মিথ্যাচার আর কুৎসা রটিয়ে ব্যক্তিগত আক্রমণ করে ইস্যু তৈরি করে বাজার গরম করতে চাইছেন শুভেন্দু অধিকারী।”