কোয়েল বিশ্বাস : প্রায় ২ বছর হয়ে গেল অধিকাংশই ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই এখনো অফিসের আড্ডা , গল্প , বেশ অনেকদিন ধরে বন্ধ। এক ঘরের মধ্যেও বন্ধ সবাই , চাললেও কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ নেই। আর তার মধ্যেই মধ্যে বাড়ি বসে অফিসের কাজ । একরকম জোর করেই বাড়ির বেডরুমে অফিস টেনে আনা যাকে বলে। ঘরের কাজ সামলানোর সাথে সাথে অফিসের  কাজটাও সামলাতে হচ্ছে। ঘরে বেশি সময় কাটানো হচ্ছে টিকিই কিন্তু নিজের সাথে সময় কাটানো ব্যাপারটাই হচ্ছে না । এতো পরিমান বাড়ি থাকার ফলে নিজেকে পরিপাটি রাখাটা  অনেক ক্ষেত্রে কমে গেছে নিজেদের মধ্যে। তাই অফিসের ব্যাগ , মেকাপ, সবটাই বাক্সবন্দি।

অনলাইন মিটিং, প্রেজেন্টেশন এসব তো চলছেই। আর এগুলোর মধ্যেও নিজেকে পরিপাটি রাখাটা খুবই প্রয়োজন। পরিপাটি থাকলেই মন ভালো থাকে, সেই সঙ্গে কাজ ও ভালো হয়। ভিডিও কনফারেন্সে কীভাবে নিজেকে সাজিয়ে নেবেন তার টিপস রইল

ফাউন্ডেশন বেছে নিন –

নিজের ত্বক অনুযায়ী  ফাউন্ডেশন বেছে নিন। স্কিনটোন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নেবেন, নয়তো বেশি সাদা কিংবা কালো লাগতে পারে। অতিরিক্ত কোনো মেকাপ করার প্রয়োজন নেই।

লাইনার – খুব বেশি উগ্র কালারের দরকার নেই। হালকা কালো রংয়ের লাইনার পরাই ভালো। হালকা মাসকারা দিতেই পারেন , তবে না দিলেও কোনো প্রয়োজন নেই।

ময়েশ্চারাইজার- শীতের আমাদের ত্বক এমনি শুষ্ক হয়ে যায় , তাই প্রতিদিনই ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। এবার যদি ময়েশ্চারাইজার  এবং ফাউন্ডেশন  মিশিয়ে মাখলে ত্বক শুকনো লাগবে না।

লিপস্টিক –  খুব গাঢ় রং-এর  লিপস্টিক ব্যবহার করার প্রয়োজন নেই । হালকা কালারের ব্যবহার করুন। দরকার পরলে লিপগ্লস ব্যবহার করুন  তাতে  ঠোঁট শুকনো লাগবে না আর অতিরিক্ত রঙ্গিন ও লাগবে না।

পোশাক – এমন কিছু পোশাক পড়ুন যাতে অন্য কারোর অস্বস্তি না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here