Calcutta time : রাত পোহালেই উচ্চমাধ্যমিকের ফলাফল। অর্থাৎ আগামীকাল, ২৪ মে প্রকাশ্যে আসতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বেলা ১২ টায় প্রেস কনফারেন্স করে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা ও রেজাল্ট প্রকাশ করবে সংসদ। এদিন বেলা ১২:৩০ থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদের ওয়েবসাইট-সহ আরো বেশ কিছু ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। যে যে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল চেক করতে পারবেন, তা দিয়ে দেওয়া হলো দেখে নিন –
কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করা যাবে?
১) wbchse.wb.gov.in
২) wbresults.nic.in
৩) www.exametc.com
৪) www.indiaresult.com
উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২) এরপর ‘উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩’ -এর ফলাফল দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) প্রয়োজনীয় ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশে কার্যত রেকর্ড করেছে সংসদ। ৫৮ দিনের মাথায় প্রকাশ পেতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এবছরের উচ্চমাধ্যমিক চলে মার্চের ১৪ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৩৪৯ টি।




