রবিবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদে তিনি সুশান্তের জন্য ড্রাগ আনার কথা স্বীকার করে নিয়েছেন সুশান্ত প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী

ছবিসূত্র : ইন্টারনেট

রবিবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদে তিনি সুশান্তের জন্য ড্রাগ আনার কথা স্বীকার করে নিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে সব তথ্য মেলেনি। ফলে সোমবার ফের তাঁকে NCB-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, NCB সূত্রে জানা গিয়েছে, এ দিন এনসিবি জিজ্ঞাসাবাদের সময় রিয়া, সুশান্তের জন্য ড্রাগ আনার কথা স্বীকার করে নেন। তিনি জানিয়েছেন, একমাত্র ভাই শৌভিকের মাধ্যমেই সুশান্তের জন্য মাদক আনাতেন তিনি। তবে কী কী ধরনের মাদক সুশান্তকে খাইয়েছেন তিনি বা তিনি নিজেও একইসঙ্গে সেই মাদক নিতেন কিনা, তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি

বান্দ্রা থেকে ধৃত ড্রাগ পেডলার বসিত পরিহারের সঙ্গে যে শৌভিকের নিয়মিত যোগাযোগ ছিল, তাও তিনি জানতেন। এমনকি বসিত একবার তাঁদের বাড়িতে পর্যন্ত গিয়েছিল। কিন্তু কী কারণে বসিতের মতো একজন ড্রাগ পেডলারকে বাড়ি পর্যন্ত ডেকে নিয়ে গিয়েছিলেন রিয়া, তা স্পষ্ট জানা যায়নি।

ফলে সব রহস্য ভেদ করতে সোমবার ফের NCB-র দফতরে ‘জলেবি’ নায়িকা রিয়া চক্রবর্তীকে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারী গোয়েন্দারা,জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে রিয়া র কারাদণ্ড হবে ? , তবে কি সোমবারই গ্রেফতার হবেন রিয়া চক্রবর্তী? সূত্রের খবর সোমবার শৌভিক, স্যামুয়েল, দীপেশ জায়েদকে-রিয়ার মুখোমুখি বসিয়ে জেরা করা হয়ে পারে। আর সেখানে কথায় অসঙ্গতি পেলে গ্রেফতার হতে পারেন রিয়া চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here