Calcutta time : দুর্গাপুজোয় নৈশ কার্ফু তুলে দিয়েছিল রাজ্য সরকার, তেমনি এবার কালীপুজো এবং ছটপুজোতে ছাড় দেওয়ার কথা জানানো হল সরকারি নির্দেশিকায়,  ৩০শে নভেম্বর পর্যন্ত কোভিড বিধিনিষেধ বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন, কালীপুজোর জন্য ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, ফলে দুর্গাপুজোর মতো দীপাবলিতেও রাতে ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ,

ছটপুজো উপলক্ষেও ছাড় দেওয়া হয়েছে, ১০ ও ১১ নভেম্বর থাকবে না নৈশ কার্ফু, তাছাড়া মাসের বাকি দিনগুলিতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকছে বহাল থাকছেরেস্তোরাঁ  ও পানশালাগুলি ৭০ শতাংশ গ্রাহক নিয়ে চালাতে হবে

উল্লেখ্য, রাত ১১টার পরে খোলা রাখা যাবে না, এর পাশাপাশি সিনেমাহল, সদন, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিংমল, মার্কেট কমপ্লেক্স,স্পা, জিম ইত্যাদির ক্ষেত্রেও লোক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭০ শতাংশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here