Calcutta time : সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠান থেকেই এদিন প্রত্যেক দেশবাসীর জন্য হেলথ আইডি কার্ডের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, হেলথ আইডি কার্ড আদতে একটি হেলথ অ্যাকাউন্ট। মোদী জানান, গরীব এবং মধ্যবিত্তদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে সাহায্য করবে এই কার্ড। প্রধানমন্ত্রী জানান, “আজ খুব গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আজ এক নয়া দিকে মোড় নিতে চলেছে। এটা একটা অভূতপূর্ব সময়। এই মিশন দেশের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক পরিবর্তন এনেছে।”

এছাড়াও তিনি বলেন, “আজ এমন একটা পরিষেবা শুরু হল যা স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। আয়ুষ্মান ভারত রোগীর সঙ্গে হাসপাতালের যে সম্পর্ক তৈরি করেছিল, প্রযুক্তির সাহায্যে এই পরিষেবা আরও গতি পাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here