কোয়েল বিশ্বাস : বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের হাতে “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” তুলে দিয়েছেন। ইতিমধ্যেই ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী ঋণের জন্য আবেদন করেছে। যার মধ্যে ৫০ শতাংশ ছাত্রছাত্রীকেই ইতিমধ্যে ঋণ দিয়েছে রাজ্য সরকার।

নবান্নে থেকে জানা গিয়েছে , মোট ১০টি ব্যাঙ্ক ঋন দিতে রাজি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ব্যাঙ্কগুলোর সঙ্গে বৈঠক করেন। তারপরই ব্যাঙ্ক ওফ ইন্ডিয়া , ব্যাঙ্ক ওফ বরোদা  এবং কানাড়া ব্যাঙ্ক সিদ্ধান্ত নিতে নিয়েছে যে তারা ছাত্রছাত্রীদের ঋন দেবেন।

প্রায় ১৪ হাজার পড়ুয়ারাও ১০০ শতাংশ নথিপত্র তৈরি আছে। তারাও খুব শিগগিরই কার্ড পাবে‌। ইতিমধ্যেই ১লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী ঋনের জন্য আবেদন করেছেন, তারা কার্ড ও পেয়ে গেছেন। তাদের টাকা অনুমোদন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মনীশ জৈন। আরো ১০ হাজার জনের প্রভিশনাল অ্যপ্রুভাল পেয়েছে। ২২ হাজার ৫০০ জনের আবেদন ও গ্রাহ্য করা হয়েছে।

তবে এক্ষেত্রে ৯ হাজার পড়ুয়াদের আবেদন কোনো সারবত্তা নেই। আরো ৫হাজার ছাত্রছাত্রী তারা বাইরে থেকে পড়াশোনা করছে , তাদের কলেজ কর্তৃপক্ষের থেকে কোনো উত্তর পাওয়া যায় নি, ফলে সরকার তাদের ঋন দিতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here