ক্যালকাটা টাইম : ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে লক্ষী বম্ব সিনেমার ট্রেলার। যার মুখ অভিনয় অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার,একটি খোলসের মধ্যে থাকা চরিত্রের ধীরে ধীরে আত্মপ্রকাশ শুরুতে একটি মজার ছবি ফুল মস্তি অনুভূতি যোগাবে,ছবির প্রথমে, ছবির শেষে গিয়ে দেখা ভয়াবহ চমক।অক্ষয় কুমারের চেনা লোক এই শুরু মুভির ট্রেলার চেনা গতিতেই আক্তের প্রবেশ কিয়ারা ওয়াকের মজার সংলাপে হালকা চালের শুরু হওয়া টেলারি শেষ পর্যন্ত চমকে দেবে ভক্তদের।
এককথায় লক্ষী বম্ব ছবির ট্রেলার ছবির প্রতি খিদে শতগুণে বাড়িয়ে তুলতে সক্ষম। ছবি পড়তে পড়তে জড়িয়ে থাকা নানা ঘটনা কোলাজ যেভাবে এই 4 মিনিটে ট্রেইলারে গাথা হলো তা দেখে এক কথায় তাজ্জব । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে লক্ষী বম্ব এবং অভিনেতা হতে চলেছে ইউএসপি।
সাউথে কাঞ্চনা হয়তো দেখেছেন কাঞ্চনা কাঞ্চনা টু ভূতের মুভি সেই মুভি রিমেক। মুভি শুরুটা হচ্ছে মজার ছলে আনন্দের সাথে একটি মজার পর যা ভূতে বিশ্বাস করে না তার সঙ্গে হতে থাকা নানা ঘটনা ধীরে ধীরে পাগল হতে থাকে গুরুগম্ভীর সমস্যায় বদলাতে থাকে আর চরিত্র চমকে যায় কিয়ারা স্বামীর আচরণবিধির এমন পর্যায়ে চলে যায় শেষ পর্যন্ত সেই ছবি একেবারে চমক ভয়াভয়। দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি প্রস্তুতিও চলছে তুঙ্গে