Calcutta time : বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বারংবার ধর্ষণের  অভিযোগ উঠছে। অভিযোগ পাওয়া মাত্রই তার সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশও। শনিবার এমনই তিনটি ঘটনা সামনে এসেছে। তার মধ্যে একটি পাহাড়ি জেলা কার্শিয়াংয়ের ঘটনা। ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে লাফ দিতে হয় তরুণীকে। আবার দক্ষিণ ২৪ পরগনা থেকে দুইটি ধর্ষণের অভিযোগ এসেছে।

সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় দার্জিলিং জেলার মকাইবাড়ি এলাকায় এক মহিলার রক্তাক্ত সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, পেশায় আশাকর্মী ওই মহিলা টাকা তুলতে বেরিয়েছিলেন। ফেরার পথে নৃশংস ঘটনাটি ঘটে। নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, বাড়ি ফেরার পথে গাড়িতে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাঁচতে চলন্ত গাড়ি থেকে লাফ দেন তিনি। তদন্তে নেমে দার্জিলিং জেলা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। চলছে জিজ্ঞাসাবাদ। বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ওই নির্যাতিতা

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কাকিমাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ভাসুরপোর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়-২ নম্বর ব্লকের কাশিপুর থানার অন্তর্গত শোনপুর মেটো আটি এলাকায়। অভিযোগ,গত বুধবার রাতে খাওয়াদাওয়া শেষ করে শৌচকর্মে গিয়েছিলেন ওই গৃহবধূ। সেই সময় এক যুবক এসে তাঁর মুখ চেপে ধরে পরিত্যক্ত জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।পরে ওই বধূ বুঝতে পারেন, ওই যুবক আদপে তাঁর নিজের ভাসুরপো মিজানুর মোল্লা ওরফে ভুট্টা মোল্লা। বিষয়টির জানাজারি রুখতে কাকিমাকে ৫০ হাজার টাকা দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। প্রস্তাবে রাজি হননি নির্যাতিতা। আর তাই কাকিমাকে প্রাণনাশের হুমকি দেয় ভাসুরপো। এই ঘটনায় বৃহস্পতিবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ করে কাকিমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here