ক্যালকাটা টাইম : আজ বৃহস্পতিবার কাঁথিতে রাস্তায় নামছে বিজেপি। নিজের ঘরে শক্তি বোঝাতে আজ বৃহস্পতিবার কাফির রাস্তায় নামেন নব্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী, কিছুক্ষণ আগেই তার এলাকায় মিছিল করে গেছে। ফিরহাদ হাকিম, সৌগত রায়, অখিল গিরির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জেলার 16 টি আসন দখলের। কিন্তু নিজের ঘর নিজের শক্তি দেখাতে আজ রাস্তায় নামছে বিজেপি সমর্থকরা।
আজ শুভেন্দু অধিকারীর মিছিল ও সভা গোটা রাস্তা জুড়ে থাকছে দাদার একাধিক পোস্টার-ব্যানার হোডিং, ফ্লেক্স। শুভেন্দু অধিকারী কে নিয়ে রাজনৈতিক জল্পনা দলবদল এরপরেও অব্যাহত। এখনও বহু জায়গায় আমরা তার অনুগামী লেখা পোস্টারে কর্মসূচি চলছে আজ রাস্তায় জুড়ে থাকছে জননেতার ডাকে কাঁথি চলো ব্যানার। গতকাল তৃণমূলের দাপুটে নেতারা কিন্তু শুভেন্দু অধিকারীর পরিবারকে আক্রমণ করেছে তারা বলেছে শুভেন্দু পরিবারতন্ত্রের জেরেই এত দূর উঠতে পেরেছে রাজনীতিতে।
এরই মধ্যে চমক দিচ্ছে একটি জিনিস দাদার অনুগামীদের পোশাক সাদা টি-শার্ট এবং সবুজে দাদার অনুগামীদের দেখা যাচ্ছে দাদা জনসভায় দাদার অনুগামীদের বক্তব্য রাস্তা বন্ধ করে ব্যারিকেড করে আমরা দাদার অনুষ্ঠান করিনা ইতিমধ্যেই হলদিয়া তমলুক প্রার্থী কোলাঘাট ইত্যাদি জায়গায় দাদার অনুগামী লেখা শার্ট পড়ে দেখা গেছে দাদার অনুগামীদের । তাদের বক্তব্য মানুষ ভালোবাসে শুভেন্দু অধিকারী কে রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে মানুষ তাকে ভালোবাসে শুভেন্দু অধিকারী কে ঘিরে উৎসাহ, তৈরি হয়ে গেছে গোটা পূর্ব মেদিনীপুরে।