কল্যাণী, (১৬.৪.২০২১)
নিজস্ব সংবাদদাতা,
আজ অর্থাৎ শুক্রুবার নদিয়ার কল্যানীর ইশ্বরীপুর এলাকায় এক এক কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠলো বিরোধী দলের বিরুদ্ধে।
নারায়ণ বারুই বিজেপির বুথ সভাপতির অভিযোগ, ‘তার বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী দুটি বোমা মারে। একটি বোমা ফেটে যায় আর একটি ফাটেনি।’ তবে, ঘটনায় কেউ আহত হননি। এই বিষয়ে নারায়ণ বারুই জানালেন, ‘ভোট এলেই ইশ্বরীপুর উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার কথা সবাইকে জানানো হয়েছে।
ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।