১১ জুন থেকে করোনা প্রতিরোধী ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করা শুরু করবে রাশিয়ার বিভিন্ন হাসপাতাল। ওষুধটির নাম রাখা হয়েছে আভিফাভির, দেশের আরডিইএফ সভারেন ওয়েলথ ফান্ডের প্রধান জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, যে সংস্থা এই ওষুধ প্রস্তুত করেছে, তারা মাসে ৬০,০০০ রোগীর চিকিৎসার মত ওষুধ তৈরি করতে

তবে এটি জীবাণুনাশক ওষুধ, করোনার কোনও টিকা এখনও পর্যন্ত বার হয়নি। মানুষের ওপর করোনার যত ওষুধ পরীক্ষা করা হয়েছে, কোনওটাই তেমন কাজে দেয়নি।  আমেরিকার তৈরি ওষুধ রেমেসিভির কিছু ক্ষেত্রে কাজ করেছে বলে দাবি করা হয়েছে, কয়েকটি দেশে রোগীদের ওপর প্রয়োগ করা হচ্ছে সেটি। এই যে রুশ ওষুধ আভিফাভির, তার আসল নাম ফাভিপিরাভির, তৈরি হয়েছিল ৯০য়ের দশকের শেষে, আরডিআইএফ প্রধান কিরিল ডিমিত্রিয়েভ বলেছেন, রুশ বিজ্ঞানীরা ওই ওষুধই আরও উন্নত করেছেন। এ ব্যাপারে সব তথ্য ২ সপ্তাহের মধ্যে প্রকাশ্যে আনতে তাঁরা তৈরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here