অনেকেই উপসর্গহীন  করোনা আক্রান্ত হচ্ছে আবার সুস্থ হয়ে যাচ্ছে এবার উপসর্গ না থাকলে আর করোনা টেষ্ট করাবে না রাজ্য।

প্রতিদিনই আগের দিনে রেকর্ড বাড়ছে হু হু করে বাড়ছে করণ আক্রান্তের সংখ্যা ওলিতে গলিতে সব জায়গায় ঢুকে পড়েছে করো না এরই মধ্যে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনেকেই উপসর্গহীন করে আক্রান্ত হচ্ছেন ,আবার সুস্থ হয়ে যাচ্ছেন ।এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় শাস্ত্র মন্ত্রালয় সম্প্রীতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে বলা আছে উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে এতটা ও চিন্তার কারন নেই তাই এখন থেকে উপসর্গ না থাকলে আর ফোনও করোনা পরীক্ষা নয়।।

Follow us on Instagram Twitter Facebook and YouTube in YouTube search ( Calcutta Time).       Thank you for visit our page .

For advertisement call 912 335 9407

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here