রোণা কে হারিয়ে বাড়ি ফিরলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

করোনা কে পরাস্ত করলেন দমকল মন্ত্রী সুজিত বসু হাসপাতাল থেকে ঘরে ফিরলেন তিনি কাল রাতে ফেরার পথে ফুল দিয়ে এবং শঙ্খ বাজিয়ে সম্বর্ধনা জানান প্রতিবেশীরা।মন্ত্রীর স্ত্রীর নমুনাও কোভিদ পজিটিভ আসে তবে উপসর্গহীন কম হওয়ার কারণে বাড়িতে রেখেই তার চিকিৎসা করা হয়।কিছুদিন আগে করো না আক্রান্ত করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন দমককরোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন দমকল মন্ত্রী সুজিত বসু মন্ত্রী সুজিত বসুহয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মন্ত্রী ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে তার বাড়ির পরিচালিকা তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার রিপোর্ট ও পজেটিভ এসেছিল এরপর নমুনা পরীক্ষা করলে তার শরীরেও করোনা পজিটিভ পাওয়া যায় এর পরেই তিনি বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে গিয়ে তার নমুনা পরীক্ষা করান স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছড়ায়ে প্রশাসনের শাসকদলের হাসপাতালে চিকিৎসা চলছিল এর পরেই পরীক্ষা করা হয় মন্ত্রী ও দুই ছেলে মেয়েকে।

 

Thanks for reading our article…………… Follow us on Facebook YouTube Instagram , in YouTube search Calcutta time.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here