Calcutta time : তবে কি জানুয়ারিতেই ভারতে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ? দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই মাথাচাড়া দিয়ে উঠেছে এমন আতঙ্ক, এই উদ্বেগের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ড. পুনম ক্ষেত্রপাল

তিনি বলেন “অতিমারী এখনও শেষ হয়ে যায়নি বিশ্বের অন্য দেশগুলিতে যেভাবে নয়া ভ্যারিয়ান্ট ওমিক্রন ছড়াচ্ছে, তাতে ঝুঁকি থেকেই যাচ্ছে, সম্ভাবনাও অত্যন্ত বেশি, তবে নয়া ভ্যারিয়ান্ট মানেই যে সেটা ভয়ঙ্কর রকম খারাপ হবে, এমনটা নাও হতে পারে তবে পরিস্থিতিতে আবার বদল আসবে সেটা নিশ্চিত”

উল্লেখ্য ভারতে ইতিমধ্যেই ৩৫ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, দেশে ৬ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে সংক্রমণ, সংক্রমণ যাতে কোনওভাবেই ছড়াতে না পারে কেন্দ্র তাই সবরকম শিথিলতার বিরুদ্ধে সতর্ক করেছে, মাস্ক না পরা স্যানিটাইজ না করা টিকা নিতে দেরি করা প্রভৃতি ঢিলেমির কোনও জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র

এই পরিস্থিতিতে ড. পুনম ক্ষেত্রপাল জানান “দক্ষিণ এশিয়ায় আমাদের অসতর্ক হওয়ার কোনও জায়গা নেই, আমাদের কড়া নজরদারি চালিয়ে যেতে হবে জনস্বাস্থ্য সামাজিক সুরক্ষা বিধি নিশ্চিত করতে হবে দ্রুত টিকাকরণ করতে হবে”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here