কবে বেরোবে সিবিএসই দশম শ্রেনীর রেজাল্ট? ঘোষণার অপেক্ষায় দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। যদিও শোনা যাচ্ছিল, ২০শে জুলাইয়ের মধ্যেই তা জানাতে পারে সিবিএসই কর্তৃপক্ষ। তবে, এবার স্কুলগুলির উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করছে তাঁরা। যার ফলে রেজাল্ট ঘোষণায় আরও কিছুটা দেরি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
সিবিএসইর বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। নম্বর মূল্যায়নের পদ্ধতি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে অনেক স্কুলই নিজেদের পড়ুয়াদের গড় মার্কস বাড়াতে সবাইকে ৯৬ বা বেশি দিয়ে দিয়েছে। আবার গ্রেড সিস্টেমে অনেকেই রেঞ্জের ভুল সুযোগ তুলেছে।
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ৭১ থেকে ৮০ নম্বর পাওয়া ছাত্রদের ম্বর ৭৭ বা তার বেশি বলে উল্লেখ করেছে স্কুলগুলি। স্কুলগুলি যাতে কোনোভাবে গড় নম্বর না বসায় সে সম্পর্কেও সতর্ক করেছে সিবিএসই কর্তৃপক্ষ।
যদিও নম্বর মূল্যায়নের বিষয়টি পুরোপুরি স্কুলগুলির উপর ছাড়েনি সিবিএসই কর্তৃপক্ষ। তিন বছরের সেরা নম্বর ও গড় নম্বরের রেফারেন্স দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির পর কার্যত মনে করা হচ্ছে, রেজাল্ট মূল্যায়নের প্রক্রিয়া সম্পূর্ণ হতে এখনও বেশকিছুদিন সময় লাগবে।