Calcutta time : ইতিমধ্যে উচ্চমাধ্যমিক রেজাল্টের পর রাজ্যে শুরু হয়ে গিয়েছে স্নাতক স্তরে ভর্তি। আগের নিয়মেই এবছর অর্থাৎ ২০২২ সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। এবার কেন্দ্রীয়ভাবে কলেজে কোনো ভর্তি হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ছাত্রছাত্রীরা পূর্বের অর্থাৎ আগের নিয়মেই ভর্তি হতে পারবেন। ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৮ই জুলাই ২০২২ – ১৬ই সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, ইউজিসির নির্দেশিকাকে মান্যতা দিয়ে স্নাতক স্তরে ভর্তির সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলি। ২৮শে জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২৩ জন উপাচার্যর সাথে ভার্চুয়ালি বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী। জানা যায়, কেন্দ্রীয় পোর্টাল শুরু না হওয়ায় পূর্বের মতোই চলতি বছরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।