Calcutta time : তবে কি পুজোর পর খুলছে রাজ্যের স্কুলগুলি? সেটি কিন্তু এখনও স্পষ্ট নয়, তবে স্কুল খোলার ব্যাপারে আরও একধাপ আসলো বিকাশ ভবন। বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতির জন্য ১০৯ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন রাজ্যপাল

এর আগে লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলের সার্ভে করেছিল বিকাশ ভবন। জেলাশাসকদের চিঠি দেয় বিকাশ ভবন। করোনা আবহে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল স্কুল। স্কুল সারাতে কত টাকা লাগবে, সে ব্যাপারে জেলাশাসকদের খরচের তালিকা পাঠাতে বলল বিকাশ ভবন। ১৫ই সেপ্টেম্বর ছিল সেটা জমা দেওয়ার শেষ তারিখ, এরই মধ্যে সেই তালিকা হাতে পেয়ে গিয়েছে বিকাশ ভবন। এরপরই পরবর্তী পদক্ষেপ বিকাশ ভবনের

রাজ্যে করোনা পরিস্থিতি বাড়ছে বই কমছে না তবে তার মধ্যেই সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে বলে জানিয়েছিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগস্টেই স্কুল খোলার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘পুজোর পরই স্কুল খুলবে রাজ্যে, আগেই ঘোষণা করা হয়েছে, পুরো স্কুল স্যানিটাইজ করে তারপর তা খোলা হবে। তবে তা হবে যদি তৃতীয় ঢেউ না আসে, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে.। এখন বাংলার অবস্থা ঠিকই আছে। ১ শতাংশের আশেপাশে সংক্রমণ, তবে আমরা চাই সকলে ভাল থাকুন ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here