কোয়েল বিশ্বাস : এবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রায় ৫ হাজার ১০০ জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে, এছাড়াও দেউচা প্রকল্প নিয়ে বড়ো ঘোষণা করে রাজ্য সরকার। জমিদাতাদের পরিবারের একজনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
জুনিয়ার এবং সিনিয়ার কনস্টেবল দুই পদেই লোক নিয়োগ করা হবে। যার যেমন য্যোগতা সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিনসিঙা কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের পরিবার থেকে এই চাকরি পাবে।
৫১০০ শূন্য পদে নিয়োগ – মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” বীরভূম মহম্মদ বাজার থানা এলাকার দেওয়ানগঞ্জ হরিনসিঙা কোল ব্লক নিয়ে আমরা মন্ত্রী সভায় সিদ্ধান্ত নিয়েছি, প্রতি জমিদাতা পরিবারের একজনকে চাকরি দেব। কাউকে সিনিয়র কনস্টেবল, কাউকে জুনিয়ার কন্সটেবল করা হবে। কোয়ালিফিকেশন অনুযায়ী করা হবে। ৫১০০ পোস্ট আজ অনুমোদন পেল। ১৩১জন জমি দিতে রাজি হয়েছেন।”
কাজ শুরু হবেই খাস জমিতেই –
মুখ্যমন্ত্রী বলেন “যদিও প্রথম পর্যায়ে কাজ আমাদের জমিতেই হবে, যারা জমি দিতে রাজি, তাদেরটাই নেওয়া হবে। তাছাড়া জমি নেওয়া হবে না। আমাদের হাতে ১ হাজার একরের মতো জমি আছে। আমাদের জমিতেই আমরা কাজটা শুরু করব। তবে স্থানীয় ছেলেমেয়ের সার্পোট আমাদের দরকার। তাই নতুন নিয়োগ হবে কনস্টেবল যারা জমি দেব যারা জমি দিতে চান তাদের থেকে। যারা জমি দেবে তাদের পাট্টাও দেব, জমির বদলে জমি পাট্টা, ক্ষতিপূরণ সবই থাকবে”
দেউচা বাসীর আশঙ্কা –
প্রাথমিক সরকারি খাসজমিতে কাজ শুরু করলেও এলাকার লোকজন জমি দিতে চাইলে তাও নেবে রাজ্য, তার জন্য পুনর্বাসন প্যাকেজ, ক্ষতিপূরণ, চাকরির কথাও বলা হয়।