Calcutta time : বর্তমানে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে মন্দা চলছে। করোনার পরবর্তীকালে আর্থিক অস্থিরতায় খরচ বাঁচাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে তারা। ঠিক এই সময়েই অন্য পথে দিশা দেখালেন টাটা কনসালটেন্সি সার্ভিসেস । টিসিএস (TCS) জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের কোনও রকম পরিকল্পনা নেই তাদের। বরং বিভিন্ন সংস্থার ছাঁটাই হওয়া কর্মীদের চাকরি দেবে তারা।

ইতিমধ্যেই, নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে টুইটার। ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইয়ের টুইটার অফিস বন্ধ হয়েছে। টেক কোম্পানির দুনিয়ার এমন কালো আবহাওয়ায় সুখবর দিয়েছে টাটা গোষ্ঠীর প্রযুক্তি সংস্থা।

উল্লেখ্য, সংস্থার মানবসম্পদ(HR) আধিকারিক মিলিন্দ লক্কড় জানিয়েছেন, “বহু সংস্থা বাধ্য হয়ে এমন(ছাঁটাই) পদক্ষেপ করছে। যেহেতু এক সময়ে তারা প্রয়োজনের চেয়েও বেশি কর্মী নিয়োগ করে ফেলেছিল। এই বিষয়ে টিসিএস অনেক ‘সতর্ক’।” এছাড়াও তাঁর কথায়, “টিসিএসে কোনও কর্মী যোগ দিলে তাঁকে আরও দক্ষ করে তোলা এবং তার মাধ্যমে আয় সুনিশ্চিত করা সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে।”

প্রসঙ্গত, টিসিএসের বেতন কাঠামোও অন্য আইটি সংস্থাগুলির কর্মীদের কাছে ঈর্ষার কারণ। প্রচুর অতিরিক্ত সুবিধাও পান তাঁরা। করোনাকালে যখন বহু কোম্পানি কর্মী ছাঁটাই করেছিল অথবা বেতনে কাটছাঁট করেছিল, তখন বেতন বেড়েছিল টিসিএস কর্মচারীদের। এই মুহূর্তে ৬ লক্ষ কর্মী রয়েছে এই সংস্থায়। এই কর্মীদের বেতনবৃদ্ধি সম্পর্কে টিসিএস প্রতিনিধি জানিয়েছেন, গত বছরের মতোই এবারও ইনক্রিমেন্ট পাবেন কর্মীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here