তাপসী পান্নু নাম ধরে কুৎসা করছেন কঙ্গনা রাওয়াত ।কঙ্গনা রাওয়াত এর বিরুদ্ধে হেনস্তার অভিযোগে, তাপসী পান্নু মানসিকভাবে তাকে আঘাত করছে।
তাপসি বলেন বলিউডে তিনি আউটসাইডার কিন্তু কান্নার সুরে সুর মিলিয়ে ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে অভিযোগের সরব হতে পারেন না। পারবেন না ,তিনি শুধু তাই নয় কারণ মৃত্যুকে সুযোগ হিসেবে ব্যবহার করে এভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করতে পারবেন না । যেখানে ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছু দিয়েছে এই বলে কাংনা তাফসির করছেন বলে অভিযোগ তাপসি র ।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেই তালিকায় অনন্যা পান্ডে আলিয়া ভাট সহ তাপসী পান্নু আক্রমণ করেন কঙ্গনা।

সুশান্তের মৃত্যুর পর তাপসী জানান কঙ্গনা দাবি করছেন তিনি নাকি বিগ্রেডের অভিনেত্রী কাজ পান না। তিনি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরব হতে পারবেন না বলে তার বিরুদ্ধে অপপ্রচার করছে কান্নার আওয়াজ বললেন তাপসী।
 
			