Calcutta time : আপনি যে ওমিক্রন আক্রান্ত তা বুঝবেন কিভাবে? কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? ওমিক্রণ জ্বরে ফুঁসছে গোটা দেশ কিন্তু কিভাবে বুঝবেন আপনি ওমিক্রন আক্রান্ত, করোনার এই ভেরিয়েন্টের- এর উপসর্গ কি ওমিক্রন নিয়ে কি বলছে হু?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে ওমিক্রণ ভেরিয়েন্ট -এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে প্রাথমিকভাবে আচঁ করা যেতে পারে, তবে হু জানিয়েছে এই ক্ষেত্রে জিরো ফ্রিকোয়েন্সি শেষ কথা, তবু প্রাথমিকভাবে ওমিক্রন সংক্রান্ত বুঝতে গেলে কিছু বিষয়ের উপর খেয়াল রাখলেই বুঝতে পারবেন আক্রান্ত ব্যক্তি
কোন কোন বৈশিষ্ট্যের কথা বলেছে হু? গত কয়েক মাসে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দেশ তথা রাজ্যের ফের ঊর্ধ্বমুখী করোণা গ্রাস, কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রণ আতঙ্ক রাজ্যবাসীর মনে
সূত্রের খবর ওমিক্রন ইতিমধ্যেই ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এতদিন পর্যন্ত আশঙ্কা প্রকাশ করা হলেও বর্তমান পরিসংখ্যানের নিরিখে সবচেয়ে ডমিনেন্ট হিসেবে উঠে আসছে ওমিক্রণ- এর নাম, এই স্ট্রেন খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে
অন্যদিকে আবার সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের কনসালটেন্ট প্রফেসার ডেল ফিশা জানিয়েছেন ডেল্টা থেকে ওমিক্রনে একটি বিশ্বব্যাপী সংক্রমণ দেখা যাচ্ছে কারণ- এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি ওমিক্রণ নিয়ে সাধারণ মানুষের মনে যখন উদ্বেগ তৈরি হয়েছে তখন প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করা উচিত, পাশাপাশি ওমিক্রণ আক্রান্তের ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা যায় সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন
ওমিক্রনের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেই কথাও জানিয়েছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু – এর মতে ‘হঠাৎ গলার স্বর বদলে যাওয়া, গলাব্যথা, ভীষণ ক্লান্তিকর, অবসাদ, গাঁটে ব্যথা, ঠান্ডা লেগে যাওয়া, শুকনো কাশি, মাথা যন্ত্রণার মতো উপসর্গ যদি নজরে আসে তাহলেও ওমিক্রনের সম্ভাবনা থাকে
তবে অনেকে মনে করেন কোভিডের মতো স্বাদ ও গন্ধে অনেক বদল হয় আসলে কিন্তু তা নয় এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সর্দিতে নাক যদি ভিজে যায় তবে ওমিক্রন সংক্রমণে তেমন ভয় নেই তবে শুকনো কাশি এবং স্বরভঙ্গ হলে দেরি করবেন না অবশ্যই কোভিড পরীক্ষা করানো উচিত, অবিলম্বে সরাসরি নমুনা জিনোম সিকোয়েন্সং পাঠানো হবে, কমবেশি মাত্র একমাস -এর ব্যবধান ওমিক্রনের প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়, প্রাথমিকভাবে সর্তকতা জারি করা হলেও কার্যক্ষেত্রে সেই সর্তকতা কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি বড়দিনের উৎসবের মেজাজ দেখা গিয়েছে এই রাজ্যেও, ওমিক্রণ ভেরিয়েন্ট, ডেল্টা গ্যারান্টি-এর তুলনায় তিনগুণ বেশি সংক্রামক বেশি বলে দাবি করা হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনি এই প্রসঙ্গে বলেন ‘বিশ্বজুড়ে হঠাৎ করে এই সংক্রমণ বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে কারণ টিকা দেননি এবং যারা এখনো টিকা নিয়েছে সকলেই করোণা আক্রান্ত হচ্ছেন, তবে কোনো দেশে করোনা আক্রান্তদের সংক্রমণ গুরুতর ধারণা করা একটি কার্যকর বলে মনে করা হচ্ছে, এখনো এবিষয়ে অনেক তথ্য জানা বাকি তবে এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগাগোড়াই উদ্বেগ প্রকাশ করছে, এদিকে ওমিক্রণ সংক্রমণ ঠেকাতে মাক্স পরা এবং শারীরিক দূরত্বও বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়