নিজস্ব সংবাদদাতা : এবার ৮০৯ টাকার গ্যাস সিলিন্ডার অনলাইনে বুক করলে ৮০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন আপনিও। এই বাম্পার অফার থাকছে ৩০শে এপ্রিল পর্যন্ত। এই অফার শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা প্রথমবার অনলাইনে এলপিজি সিলিন্ডার বুক করছেন এবং পেটিএম মারফৎ পেমেন্ট করবেন। পেমেন্ট করার সময় আপনি স্ক্র্যাচ কার্ড পাবেন। তবে আপনাকে ন্যূনতম ৫০০ টাকা পেমেন্ট করতে হবে অফারটি পেতে গেলে। ১০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
ফোনে পেটিএম অ্যাপ ডাউনলোড করে গ্যাস এজেন্সির নামে সিলিন্ডার বুক করতে হবে। রিচার্জ অ্যান্ড পে বিলস্ অপশনে গিয়ে বুক এ সিলিন্ডার অপশনে গ্যাস প্রোভাইডারের নাম দিতে হবে। এরপর যেটা অবশ্যই করতে হবে তা হলো প্রোমো কোড। ‘FIRSTLPG’ এই প্রোমো কোড দিয়ে পেমেন্ট করলে ২৪ ঘণ্টার মধ্যে স্ক্র্যাচ কার্ড পাবেন, বৈধতা থাকবে আগামী সাত দিন।