ক্যালকাটা টাইম  :  এত হইচই কি সব দেখানো ? এবার বিজ্ঞসে প্রতিযোগী হয়ে যাচ্ছে রিয়া চক্রবর্তী।

তাহলে কি এতো হইচই এত হাঙ্গামা সবই আসলে দেখানো ছিল। এবার বিগ বস প্রতিযোগী ১৪ তে  হিসেবে অংশ নিচ্ছে সুশান্ত মৃত্যুকে কেসে নাম জড়ানো অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিপোর্ট বলছে বিগ বস 14 ঘরে রিয়ার উইল্ড কার্ড এন্ট্রি হতে পারে প্রতিযোগী হিসেবে। বিগ বসে তার এন্ট্রি হয়েছে এমন দাবি করা হয়েছে এই রিপোর্টে।

বোম্বে হাইকোর্ট শর্তসাপেক্ষে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী জামিন মঞ্জুর করেছে, কিন্তু রিয়া চক্রবর্তী সম্পূর্ণ মুক্ত নন।নেটিজেনদের একাংশ দাবি করেছে বলিউড বিগ বসের নির্মাতারা ভাবমূর্তি উজ্জ্বল করতে নেমেছে কেউ কেউ আবার বলছেন তাহলে দেশে মানুষের আবেগের কোন দাম নেই, তাহলে কি বিগ বস এবার আবার ফ্লপ যাবে কারণ এর আগে সড়ক ২ সোশ্যাল মিডিয়ায় ঝড় ছিল সেরকমই কি ? এবার  বিগবস রিয়ার জন্য ফ্লপ যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here