calcutta time – Alokendu Chakraborty – সোশ্যাল দুনিয়ায় বা ফেসবুকে বা ইউটিউবে ইতিমধ্যেই ওয়ান মিলিয়ন হতে চলল মনের মানুষ গানটি , এছাড়াও সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা বাঙ্গালীদের মোবাইলে মোবাইলে এখন খুবই প্রচলিত একটি গান মনের মানুষ
এই মনের মানুষ অভিষেক চৌধুরী ফিলমস নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রথম ছাড়া হয় । এই অ্যালবামটি পুরোটি অভিষেক চৌধুরীর তৈরি এছাড়া গান এবং ব্যান্ড প্রডাকশনে আছে অরিত্র ব্যানার্জি । এছাড়াও দেভটানু ( Devtanu) ও শুভস্মিতা ( suvosmita )কে দেখা যায় এই গানের ছোট্ট অ্যালবামের কিছু অসাধারণ অভিনয়
এই গানটি বর্তমান যুগের সকল ছেলেমেয়েকে আকর্ষিত করেছে এই গানের স্টোরিটি পুরোপুরি দুর্গা পুজো কে নিয়ে তৈরি হয়েছে এছাড়াও অরিত্র ব্যানার্জি এবং অভিষেক চৌধুরীর যে গানের জুটি গলার আওয়াজ মানুষকে মুগ্ধ করেছে , এই অ্যালবামে যে গল্পটি বোঝানো হয়েছে সেটি সত্যিই অসাধারণ । এক কথায় বলতে গেলে – হঠাৎ অনেকদিন পর আলাপ দুই বন্ধুর দুজনের মনের ভাবনায় , দুজনেই বর্তমানে সিঙ্গেল পুজোয় হাতে হাত দিয়ে ঘোড়া এছাড়াও মনের ভাবনা মিলে যাওয়ায় এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি হয়েছে এই ভিডিওটির মাধ্যমে যা বর্তমান যুগের দর্শকদের খুবই আকর্ষিত করেছে আশা করি অভিষেক চৌধুরীর এবং অরিত্র ব্যানার্জীর এই গানের জুটি আরো এগিয়ে যাক এবং দেভটানু ও শুভস্মিতার এই অভিনয় যদি এরকম ভাবেই মানুষের মন কাড়তে থাকুক ।
_______________________________
যদি আপনাদের ভালোবাসা আমরা এভাবেই পেতে থাকি তাহলে আমরা অরিত্র ব্যানার্জি এবং অভিষেক চৌধুরী ও দেভটানু এবং শুভস্মিতা কে সরাসরি আমাদের চ্যানেলের লাইভে আনতে সক্ষম হব




