• গত বছর লঞ্চ হয়েছিল Realme Buds Air। তার পর একাধিক আপগ্রেডের পর ফের বাজারে এল Realme-এর ঝাঁ চকচকে ওয়্যারলেস ইয়ারবাড। গত বছর ৩,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া এই ওয়্যারলেস ইয়ারবাডের দামও এক ধক্কায় কমল ১,০০০ টাকা! আসুন এক নজরে দেখে নেওয়া যাক Realme Buds Air Neo-এর স্পেসিফিকেশন আর দাম…

    Realme Buds Air Neo-এর স্পেসিফিকেশন আর দাম:

    ১) Realme-এর নতুন ওয়্যারলেস ইয়ারবাডে ১২ মিমি ড্রাইভারের পরিবর্তে রয়েছে ১৩ মিমি ড্রাইভার। আগের মতোই এতে রয়েছে R1 চিপ।

  • ) Realme Buds Air Neo-এ মিলছে ১১৯.২ms ল্যাটেন্সি টাইম (আগে ছিল ২৪৩.৮ms ল্যাটেন্সি)। এটি IPX4 ওয়াটার রেসিস্ট্যান্টও।

    ৩) Realme Buds Air Neo-এ রয়েছে Bluetooth 5.0-এর কানেক্টিভিটি। এই ইয়ারবাডের কেস ওপেন করলে সেটি নিজে থেকেই স্মার্টফোনের সঙ্গে পেয়ার হয়ে যাবে।

    ৪) Realme Buds Air Neo-এ রয়েছে টাচ কন্ট্রোলের সুবিধা। ইনারফোনে টাচ করেই প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here