Calcutta time : নিয়োগের কাণ্ডে আদালতে পেশের সময় আজই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বিরোধী দলের নেতাদের নাম করে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনলেন তিনি। বৃহস্পতিবার আদালতে পেশের সময় একথা বলেন পার্থবাবু। যা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। আজই আদালতে বলার জন্য ৫ মিনিট সময় চেয়েছেন পার্থ।

উল্লেখ, এদিন কোর্ট লক আপে ঢোকার সময় পার্থবাবু বলেন, ‘যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড়বড় কথা বলছেন তারা নিদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। তারা ২০০৯ – ১০ এর সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে, যেহেতু আমি তাদের বলেছি যে আমি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই।

কোনও রকম সাহায্য তো দূরের কথা, আমি এব্যাপারে কোনও বেআইনি কাজ করতে পারব না। শুভেন্দু অধিকারীর ১১ – ১২ সালটা দেখুন না। DPSCটা দেখুন না। কী করেছিল তারা’।

এছড়াও এদিন পার্থর দাবি, বাম জমানায় বহু DYFI নেতা-কর্মীর বেআইনিভাবে প্রাথমিকে চাকরি হয়েছিল। এমনকী বেআইনি নিয়োগের ফলে অনেকের বেতন হচ্ছিল না বলে দাবি করেন তিনি। ২০১১ সালে তৃণমূল সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করে সেই শিক্ষকদের বেতন চালু করা হয় বলে দাবি তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here