Calcutta time : লাউদোহাতে এদিন মিঠুন চক্রবর্তীকে নিয়ে সভা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সেই সভা মঞ্চ থেকেই বড় ঘোষনা করেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তৃণমূল নেতাদের মন্তব্য ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। সেই প্রেক্ষাপটেই সুকান্ত মজুমদার বলেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ২ হাজার টাকা দেবে।
এদিন রাজ্য বিজেপির সভাপতির কথায়, “আজকে যারা তৃণমূলের পতাকা লাগিয়ে রেখেছে। কী আর পাচ্ছে তাঁরা? কী পাচ্ছিস রে ভাই? তৃণমূল তো লক্ষ্মীর ভান্ডারে মাত্র ৫০০ টাকা দিচ্ছে। ৫০০ টাকায় সংসার চলে? বিজেপি আসলে ২ হাজার টাকা করে প্রতি মাসে দেবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম। তৃণমূলের কর্মীরা ৫০০ টাকার জন্য পতাকা লাগাচ্ছে, এদিকে ওদের দলের পার্থদা বউ এর নামে কত টাকা নিয়ে নিয়েছে। তাও আবার হাফ-বউ এর নামে। তাতেই ১৯ কোটি-১৭ কোটি টাকা।”
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার কাটিয়াহাটের তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সর্দার মহিলাদের উদ্দেশে বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে। বলতে হয় না যেন, আর একটা লোকও যেন বাকি না থাকে”।