Calcutta time : আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। দলীয় সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারণ সভায় পৌরোহিত্য করবেন। বিকেল সাড়ে চারটের সময় হবে এই বৈঠক। রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি এই বৈঠকে হাজির থাকবেন বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক।

বেলেঘাটায় তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ে এই সভা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।ঠিক এক বছর আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এর পরে গত এক বছরে একাধিক নির্বাচনে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস

দলের এই  গুরুত্বপূর্ণ বৈঠক থেকে নেতা কর্মীদের যে নির্দেশগুলি দেওয়া হতে পারে –

১)প্রশাসনিক কাজে কোনও বাধা নয়।

২) কোনও ধরনের দুর্নীতিকে দল প্রশ্রয় দেওয়া যাবে না। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা।

৩) প্রত্যেকের অবশ্যই বলার অধিকার ও ইচ্ছা আছে৷ কিন্তু কখন, কোথায় বলতে হবে সেটা মাথায় রাখতে হবে৷ যা বলার দলের অভ্যন্তরে নিজস্ব ফোরামে বলতে হবে।

৪) একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সরকার গ্রহণ করেছে। সেগুলির সুবিধা যাতে সবাই পায় তা নজরে রাখতে হবে।

৫) নেতা হয়ে পদ দখল করে বসে থাকা নয়৷ সবার কাছে পৌঁছে যেতে হবে।

৬) মিশতে হবে সব শ্রেণির মানুষের সাথে। তাদের অভাব-অভিযোগ শুনতে হবে।

৭) দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত৷

৮) আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। যা লোকসভা ভোটের আগে দলের অ্যাসিড টেস্ট গ্রামাঞ্চলে। তাই এখন থেকে মাঠে নেমে পড়তে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here