Calcutta time : আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা যাতে সম্পূর্ণভাবে ভালভাবে হয় তার চেষ্টা কোনো খামতি রাখেনি পর্ষদ। এই পরি প্রেক্ষিতে একাধিক নিয়মও জারি করা হয়েছে। তাই পরীক্ষা সংক্রান্ত নিয়মগুলি একবার দেখে নিন ভালভাবে –

আগামী ২৩ শে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার আগে, এই নিয়ম গুলো অবশ্যই জেনে নেওয়া উচিত।

১) মাধ্যমিক পরীক্ষার মোট সময়সীমা হলো ৩ ঘন্টা ১৫ মিনিটের। ১১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে অবধি পরীক্ষা হবে। ১১ টা ৪৫ মিনিটে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দেওয়া হবে। ১১.৪৫ থেকে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র দেখে নেওয়া ও লেখার জন্য প্রশ্ন বাছাই করবে পারবে।

২) এছাড়াও বেলা ১২ টার সময় ছাত্রছাত্রীদের উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্র পাওয়ার পর অ্যাডমিট থেকে দেখে দেখে নাম, রোল নং এবং রেজিষ্ট্রেশন নং নির্দিষ্ট স্থানে সতর্কভাবে লিখতে হবে।

৩) প্রথম পাতায় যাবতীয় ডিটেইলস লেখা হয়ে যাবার পর পরের পাতা থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে উত্তর লেখা শুরু করতে হবে।

৪) ২ টা ৪৫ মিনিটে পরীক্ষা শেষের একটি ওয়ার্নিং বেল দেওয়া হবে।

৫) সমস্ত উত্তর লেখার পর সবগুলো সঠিক কিনা দেখে নিতে হবে।

৬) প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে।

৭) পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢোকার পর কিছুক্ষণ শান্ত হয়ে বসতে হবে, যার ফলে পরীক্ষা দেবার সময় কোনোরকম মানসিক চাপ আসবে না। পরীক্ষার হলে কোনও প্রকার অসৎ উপায় অবলম্বন করা যাবে না। কারণ, অসৎ উপায় অবলম্বন খরতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা ক্যানসেল হয়ে যেতে পারে।

যা যা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে-

১, পরীক্ষার্থীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
২, বেশ কয়েকটি কালো ও নীল বলপেন। সেগুলিতে যেন পর্যাপ্ত কালি থাকে। এরই সাথে পেনসিল বক্সে পেনসিন, রবার, সার্পনার ভরে নিতে হবে। স্কেলও নিতে হবে।

৩, স্বচ্ছ জলের বোতল।

৪, স্বচ্ছ বোর্ড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here