সুতপা দে সরকার : বয়স বাড়ার সাথে সাথেই অঙ্গপ্রতঙ্গের সব স্থানেই বলিরেখা ফুটে ওঠে। কিন্তু যারা নিজেদের ত্বককে দীর্ঘদিন সুস্থ সতেজ রাখতে চান, তাদের কাছে ত্বকে বলিরেখা ফুটে ওঠার ব্যাপারটি খুবই অপছন্দের। চোখে-মুখ, হাতে-পায়ে বয়সের ছাপ স্পষ্ট ফুটে উঠতে শুরু করে। চোখের নীচে কালি পড়ে যায়। কপালে ফুটে ওঠে অবাঞ্ছিত বলিরেখা। ঝুলে যায় গালের চামড়া। এই সমস্ত লক্ষণ যদি বয়সের আগেই দেখতে পান, তাহলে বুঝবেন আপনার স্কিন কেয়ার ও লাইফস্টাইলে গলদ রয়েছে।  তাই বার্ধক্য দূর করতে নিয়মিত স্কিনকেয়ার রুটিন মেনে চলা বিশেষভাবে জরুরি। প্রয়োজন একটি সঠিক ভালো নাইট ক্রিম।

তবে আজকের দিনে বেশিরভাগ মানুষ বাজার চলতে বিভিন্ন ক্যামিক্যাল সমৃদ্ধ নাইট ক্রিমের উপর ভরসা রাখেন। যা সত্যিই ত্বকের ক্ষতি করে। তাহলে উপায়? যদি বাড়িতেই নাইট ক্রিম বানানো যায় তাহলে কেমন হয়? তাই কম খরচে আজই বাড়িতে এই নাইট ক্রিম বানিয়ে নিন। রইল টিপস।

অ্যালোভেরা জেল নাইট ক্রিম –

ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার চেয়ে ভালো আর কী হতে পারে? তাই নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল । কারণ অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে প্রদাহের হাত থেকে রক্ষা করে। এর পাশাপাশি অ্যালোভেরা জেলের মধ্যে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। তাই অবশ্যই আপনি রাতে এই নাইট ক্রিম ব্যবহার করতে পারেন।

বাড়িতে কীভাবে বানাবেন জেনে নিন :-

প্রথমে একটি কাঁচের পাত্রে ২-৩ চামচ অ্যালোভেরা জেলের সাথে ১-২ চামচ গোলাপ জল মিশিয়ে নেবেন। তারপর ১ চামচ আমন্ড অয়েল এবং ৭-৮ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ভালোভাবে মিশিয়ে নিলেই বাড়িতেই তৈরি করে হয়ে যাবেন ত্বকের জন্য সুস্থ সতেজ প্রাণবন্ত একটি নাইট ক্রিম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here