Calcutta time : বর্তমানে প্রত্যেকের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পরে রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড। আর এই কার্ডেই লুকিয়ে থাকে আপনার পরিচয়ের প্রামাণ্য নথি। যেখানে আপনার আঙুলের ছাপ থেকে রেটিনা স্ক্যান সবই থাকে নথিবদ্ধ। বড়ো ব‍্যপার এই আধার কার্ডই গ্রাহকের ‘কেওয়াইসি ডিটেলস’। তাই সবকিছুকে ছেড়ে গ্রাহকের আধার কার্ডকেই নিশানা করছে প্রতারকরা।

আধার কার্ড সার্ভিস : এখন ব্যাঙ্কিং পরিষেবার জন্য আধার কার্ড ব্যবহার করা হচ্ছে। আধার কার্ড ছাড়া কোনোরকম ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। এমন পরিস্থিতিতে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ আর্থিক নথি। এই অবস্থায় আধার কার্ড কোথাও হারিয়ে বা চুরি হয়ে গেলে আদতে ভুগতে হবে আপনাকেই। এই কার্ড ভুল হাতে পড়লে আমাদের অনেক কাজ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি এই তথ্যের ফলে সাইবার অপরাধের শিকার হতে পারেন কার্ড হোল্ডার।

যত তাড়াতাড়ি সম্ভব FIR করুন :  যত তাড়াতাড়ি সম্ভব আধার চুরি বা হারিয়ে যাওয়ার পরই FIR নথিভুক্ত করুন। নাহলে, আপনার আধার কার্ডের অপব্যবহার হলে ফাঁসবেন আপনি নিজেই। তাই প্রথমে একটি এফআইআর নথিভুক্ত করুন ও পরে এটির একটি অনুলিপি নিজের কাছে রাখুন। ভবিষ্যতে কোনও সমস্যা হলে এটি প্রমাণ হিসাবে কাজে আসবে৷ এবার নতুন আধার কার্ড অর্ডার করুন

পিভিসি আধার কার্ড অপশন : দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নিত্যদিন বেড়েই চলেছে আধার কার্ডের দুর্নীতি। অনেক সময় এই কার্ডকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করা হচ্ছে গ্রাহকের। ইতিমধ্যেই এরকম কিছু ঘটনা সামনে এসেছে। যদি আপনার আধারও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে চিন্তা করার দরকার নেই। জেনে নিন, এরকম পরিস্থিতিতে কীভাবে হাতে পাবেন পিভিসি আধার কার্ড।

কিভাবে অর্ডার করবেন আপনার পিভিসি আধার কার্ড, দেখে নিন –

1, পিভিসি আধার কার্ড অর্ডার করতে প্রথমে UIDAI অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।

2, এরপর My Aadhaar বিভাগে যান ও Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন।

3, এখানে আপনাকে আপনার আধার নম্বর চাওয়া হবে, যা আপনি পূরণ করতে পারবেন।আপনি চাইলে ডিজিটের ভার্চুয়াল আইডি বা আধার এনরোলমেন্ট আইডি নম্বরও লিখতে পারেন।

4, এই পর্বে আপনি Captcha-তে প্রবেশ করবেন।

5, এখানে আপনার নিবন্ধিত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। যা আপনাকে লিখতে হবে।

6, তারপরই পিভিসি আধার কার্ডের জন্য অনলাইন পেমেন্ট করুন। এখানে আপনাকে একটি আধার কার্ডের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। আপনার পিভিসি আধার কার্ড অর্ডারের প্রক্রিয়া সম্পন্ন হবে।আপনি মাত্র ৩ থেকে ৪ দিনের মধ্যে একটি নতুন PVC আধার কার্ড পেয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here