Calcutta time  :  বাস্তু মতে, মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় বাড়িতে রাখা কিছু জিনিসে। এগুলি বাড়ির মধ্যে একদমই রাখা উচিত নয়। এই জিনিসগুলো কেন রাখা উচিত নয় জেনে নিন।

প্রথমেই, মহাভারতের ছবি : ঘরে কোথাও মহাভারতের ছবি রাখা উচিত নয়। এতে বাড়িতে মারামারি, বিতর্ক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করে।

দ্বিতীয়ত, তাজমহল :  তাজমহলের ছবি কখনই ঘরে রাখা উচিত নয়। এটিকে বাস্তু মতে অশুভ মনে করা হয়। এর কারণ বশত বলা হয় ,তাজমহল হল বেগম মমতাজের সমাধি। ঘরে সমাধির ছবি বা পেইন্টিং রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে।

তৃতীয়ত, জটযুক্ত তার :  ঘরে তার কখনওই পেঁচানো বা জট পাকানো অবস্থায় ফেলে রাখা উচিত নয়। ল্যাপটপ বা ফোনের চার্জারের তারেও যেন জট না থাকে। এর কারণ হিসেবে বলা যায়, এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির ইতিবাচক শক্তিও এই তারে জড়িয়ে যায়।

চতুর্থত, শুকিয়ে যাওয়া ফুল :  অনেকেই নিজের ডায়েরীর পাতায় শুকিয়ে যাওয়া ফুল রেখে দেন ভালোবাসার প্রতীক হিসেবে। তবে শুকিয়ে যাওয়া ফুল কখনই ঘরে রাখা উচিত নয়। কারণ বশত, বলা হয়েছে মরা ফুল অশুভের প্রতীক।

পঞ্চমত, কলের জল :  ঘরের কল থেকে ফোঁটা ফোঁটা জল, কারণ এটি মানুষের সর্বনাশের লক্ষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here