Calcutta time : দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে গেল।১৪৩০ – এর এই নতুন বছরের শুরুতেই একদম নতুন রূপে সবার সামনে ধরা দিলেন অভিনেত্রী মনামী ঘোষ। এদিন তিনি কিছু আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানান যে, পয়লা বৈশাখে তাঁকে AI এফেক্টসে কেমন লাগবে। অভিনেত্রী সেটার নমুনা দেখানোর জন্য একাধিক ছবি পোস্ট করেন।
এদিন অভিনেত্রী যে কয়টি ছবি শেয়ার করেছেন তার মধ্যে প্রথম ছবিতে তাঁকে নীল রঙের একটি শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়াও তিনি ধরা দেন অ্যানিমি রূপে। সোনালি জরির কাজ করা একটি সাদা গাউন পরে রয়েছেন সেখানে তিনি।
উল্লেখ্য, আরেকটি ছবিতে তাঁকে কার্টুন রূপী দেবতার মতো লাগছে। সেখানে তাঁর পরনে আছে গোলাপি রঙের পোশাক এবং গলায়, কানে সোনালি গয়না। মাথায় একটি গোলাপি ফুল লাগিয়েছেন তিনি।
এরপরের ছবিতে তাঁকে গেমিং দুনিয়ার রানির মতো দেখতে লাগে। সেখানে তিনি একটি লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়েছেন। গলায় সোনালি হারের সঙ্গে কাঁধে রয়েছে সোনালি বর্ম।
হলুদ পোশাকে হাতে লাল রং মেখে অ্যানিমি বেশে ধরা দেন আরেকটি ছবিতে। সেখানে তাঁকে সলজ্জ মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তিনি যেন, কখনও বন্দিনী রাজকুমারী, তো কখনও খোলা মাঠে মুক্ত রাজকুমারীর বেশেও ধরা দেন সবার মাঝে। তাঁর শেয়ার করা এই ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা প্রত্যেকেই। বলাই যায়, কার্টুনরূপী মনামী মন জিতে নিয়েছেন সবার।