Calcutta time : শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হলো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে। এদিন পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ‘মাধ্যমিকের মূল্যায়ন হবে ৫০-৫০ ফর্মুলায়।’

২০২১-সালের মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে, নবম শ্রেণি ফলাফলের ৫০ শতাংশ এবং দশম শ্রেণির অ্যাসেসমেন্ট টেস্টের নম্বরের ৫০ শতাংশ যোগ করে। কোনও পরীক্ষার্থী এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষায় বসার সুযোগ পাবে।

একই ভাবে সংসদের সভাপতি মহুয়া দাস জানান, ‘উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়া চারটি বিষয়ের ৪০ শতাংশ নম্বর, এর সঙ্গে যোগ হবে ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ৬০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর। এক্ষেত্রেও কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনিও পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here