আগের বছরের মত হচ্ছে না এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার কারণ আগের বছর করো না ছিল এ বছর করো না নেই এবং এ বছর উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র বদল আসছে, এবছর থেকে আর থাকবেনা part A বা পার্ট B, একটাই প্রশ্ন পত্র থাকবে।

 

২০২৩ সালে অর্থাৎ এই বছর ১৪ই মার্চ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে শেষ হবে ২৭ শে মার্চ। প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে ৩১ শে মার্চ থেকে 18 এপ্রিল এর মধ্যে পরীক্ষার এডমিট কার্ড দেওয়া শুরু হবে ৩ মার্চ, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় আট লক্ষের বেশি পরীক্ষার্থী এবার সংসদে তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকগুলো নিয়ম ঘোষণা করা হয়েছে যেমন আগের বছরের মতো এবছর হোম সেন্টারে হচ্ছে না অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, এর সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কড়া নির্দেশিকা জারি করেছে যদি স্কুলের মধ্যে কোন ভাঙচুর হয় তাহলে যারা করেছে যে স্কুলের ছাত্র-ছাত্রীরা করেছে সে স্কুলের রেজাল্ট বার করবে না বোর্ড যতক্ষণ না ক্ষমা চাওয়া হবে।

ইত্যাদি বিভিন্ন নিয়ম জারি করেছে তবে তোমাদের তিন তারিখ থেকে মার্চ মাসের ৩ তারিখেই এডমিট কার্ড দেওয়া শুরু হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here