Calcutta time : বিকেল ৪ টের সময় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায়  ৯ লক্ষের বেশি। পূর্বের প্রাপ্ত নম্বরের গড় করেই মিলবে নম্বর।

দুপুর ৩টের সময় সংসদ থেকে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশিত হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। রেজাল্টের হার্ড কপি হাতে পাবেন  ৩ জুলাই। সকাল ১১টা থেকে স্কুল থেকে মার্কশিট সার্টিফিকেট দেওয়া হবে। নিয়ম মেনে অ্যাডমিট কার্ড দেখেই রেজাল্ট দেওয়া হবে।

রেজাল্ট দেখার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ ,

http://www.indiaresults.com/ ,

এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফলাফল জানা যাবে উচ্চ মাধ্যমিকের। WB12 লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে  ৫৬০৭০ নম্বরে পাঠালেই কিছুক্ষণের মধ্যে মেসেজ মাধ্যমেই রেজাল্ট জানতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here