Calcutta time : আজ অর্থাৎ মঙ্গলবার স্পিকারের দেখা পেলেন বাবুল সুপ্রিয়। স্পিকারের সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন তিনি
মঙ্গলবার সকাল ১১টায় সময় দেওয়া হলেও পরে সেই সময় বদলে হয় দুপুর ১২টা। স্পিকারের সঙ্গে কথা বলেই নিজের ইস্তফাপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন তিনি
স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে বাবুল বলেন, “তিনি আর আসানসোল কেন্দ্র থেকে ভোটে থেকে লড়বেন না। এছাড়াও, তিনি বলেন মঙ্গলবার আসানসোলে তার কুশপুতুল পুড়বে এবং তিনি কিছু ট্রোলের শিকার হবেন। কিন্তু তিনি কোনও ইতিহাস তৈরী করেননি বলে তিনি জানিয়েছেন। বিজেপিতে যাঁরা আছেন তাঁদের অনেকেই অন্য দল থেকে এসেছেন বলে মনে করিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারি সম্পর্কে তিনি বলেন যে শুভেন্দুর সঙ্গে ওনার ভালো সম্পর্ক এবং তাঁরা জন্মদিন শেয়ার করেন সেটাও জানান তিনি
তবে, এর পরেও তিনি বলেন যে তাঁকে জ্ঞান দেওয়ার আগে শুভেন্দুর মাথায় রাখা উচিত যে তিনি অন্য দলে গিয়েও সাংসদ পদ ধরে রাখেননি এবং ইস্তফা দিয়েছেন