কোয়েল বিশ্বাস : বলিপাড়ায় খুশির আমেজ, কারণ বাবা হয়েছেন আদিত্য নারায়ণ। উদিত নারায়নের পরিবারে নতুন সদস্য, মা হলেন শ্বেতা আগরওয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য এই খবর প্রকাশ্যে আনেন। ২৮শে ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি এক হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন শ্বেতা। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যকে তিনি জানান, “সবাই বলেছে আমার নাকি ছেলে হবে , কিন্তু আমি মনে মনে মেয়ে প্রার্থনা করেছিলাম। আমি শুনেছি মেয়েরা তার বাবার কাছে প্রিয় হয় , তাই আমার ঘরে লক্ষ্মী এসেছে। বাবাও খুব খুশি। আমরা স্বামী স্ত্রী  থেকে  বাবা ও মা হয়ে গর্বিত”।

আদিত্য এবং শ্বেতার বিয়ে হয় ২০২০,  ১লা ডিসেম্বরে, তার আগে বহুবছর তারা সম্পর্কে ছিলেন। লকডাউন শেষ হতেই বিয়ে করেন। একবছরের মাথায় সন্তানের মুখ দেখেন শ্বেতা এবং আদিত্য।এর আগের প্রতি মুহুর্তের ছবি  ভক্তদের আপডেট দিয়েছেন তাঁরা। এর আগে বেবিবাম্পের ছবি শেয়ার করে আদিত্য লিখেছিলেন, “শ্বেতা এবং আমি দুজনেই খুব খুশি। আমাদের প্রথম সন্তান শীঘই আসতে চলেছে।”

এখানেই শেষ নয় , সন্তানের ভূপতিত হওয়াকালীন স্ত্রী শ্বেতার সঙ্গেই ছিলেন আদিত্য। একজন নারিকে সন্তান জন্ম দিতে গিয়ে এতটা কষ্টের সহ্যক্ষমতা দেখে স্ত্রী শ্বেতার প্রতি তার সন্মান এবং ভালোবাসা  আরো বেরে গেছেন জানান তিনি।

সংবাদিকরা তাকে আদিত্য নারায়নের রিয়াকসান জানতে চাইলে, আদিত্য বলেন  “দাদু হতে পেরে তিনি খুবই খুশি।  নাতনিকে অ্যাঞ্জেল বলে ডাকছেন। প্রথম প্রথম তিনি একরত্তিকে নিতে ভয় পেলেও, এখন তার নাতনির সঙ্গেই দিন কাটছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here