ক্যালকাটা টাইম  :  জীবন বদলে দিতে পারে যারা তাদের স্রষ্টা ছাড়া আর কি বলা যায়।


সেটা যারা পেরেছেন এমনই দুই মহিলার নেতৃত্বে একুশ শতকের দ্বিতীয় শতকের পা দিলো রসায়ন শাস্ত্র।মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই জীবনের সংকেত তারা বদলে দেওয়ার পথ দেখিয়েছেন বিশেষ ধরনের একটি কাঁচি আবিষ্কার করে।
আবিষ্কৃত এই কাঁচি দিয়ে জিনে থাকা ডি অক্সি রাইবোনিউক্লিক এসিডকে ডিএনএ কেটে ফেলা যায়। ফলে ইচ্ছে মত বদলে যাওয়া দেওয়া যায়, জীবনের সংকেত বা কোড, সেই সংকেত আবার আমাদের ইচ্ছেমতো নতুন করে লিখে ফেলা যায়।

Image source : internet

এটি যারা পেরেছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য রসায়নে এ বছরের নোবেল পুরস্কার পেলেন জার্মানির ম্যাক্সপ্লাঙ্ক ইউনিট ফর দা সাইন্স অফ প্যাথোজেন এর অধ্যাপক এমানুয়েল সাতটার এবং বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনিফার এ দৌ দনা।


মোট পুরস্কার মূল্য 10 লক্ষ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ এভাবেই হবে কার্পেন্টার ও বেদনার মধ্যে শারপেন প্রদৌত না যে বিশেষ ধরনের আবিষ্কার করেছে বিজ্ঞানের পরিভাষায় তার নাম ক্রিসপার/ক্যাস 9 জেনেটিক সিজার

নোবেল কমিটির পুরস্কার জয়ী দের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন।জিন কাটাছেঁড়ার এই কাছে অসম্ভব ধারালো আর নিখুঁত ডিএনএর ঠিক যেটুকুনি অংশ মারতে চাইছি এই কাছে ঠিক সেই টুকুনের অংশই কাটতে পারে আশেপাশের এলাকাগুলিতে এগুলি কাটবেনা এই আবিষ্কার যে শুধু মৌল বিজ্ঞানী গবেষণা বিপ্লব ঘটিয়েছে তা নয় ক্যান্সারসহ নানা দুরারোগ্য অসুখের চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ও নানা ধরনের নতুন জন্ম দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ।


এই কাঁচি দিয়ে প্রাণী উদ্ভিদ এমনকি অনুজীবদের ওজনের সংকেত কয়েক সপ্তাহের মধ্যে বদলে ফেলা যায় আমাদের ইচ্ছেমতো জেনে নতুন সংকেত বানিয়ে দেওয়া যায়।
2011 সালে আর এন এ নিয়ে গবেষণার জন্য খ্যাত এক বায়োকেমিস্ট এর সাথে যৌথভাবে গবেষণা শুরু করেছিলেন শারপেন তাল তার নাম জেনিফার দোদোনা দুজনে মিলে পরে টেস্ট টিউবের মধ্যে ব্যাকটেরিয়ার জিন কাটাছেঁড়ার কাঁচি প্রথম সফল প্রয়োগ করেছিলেন সেই কাছে যাতে সহজে ব্যবহার করা সম্ভব হয় পরে সেই প্রযুক্তি উদ্ভাবন করে দুজনে মিলে কোন ডিএনএ কোথায় কাটতে হবে তা আগেভাগেই কাঁচি বুঝে ফেলতে পারে আবার এদের আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে যে ডিএনএ কে আমরা কাটতে চাইছি এই কাছে দিয়ে আমরা তাকে বা তার কোনো একটি অংশকে কেটে ফেলতে পারি এই আবিষ্কারটি হয় 2012

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here